তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে পূর্ব শক্রুতার জের ধরে রাতে ধান ব্যবসায়ীকে হাসুযা দিয়ে কুপিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামে। ওই ধান ব্যবসায়ীর নাম ওয়াসিম আলী (৪০)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের মিরাজের পুত্র।
এঘটনায় ওয়াসিমের স্ত্রী বিলকিস বানু বাদি হয়ে একই গ্রামের মৃত বাবলুর পুত্র শাহজামাল (২৭), তোতা (৩০) ও একই গ্রামের মৃত অবির আলীর পুত্র আজিম (৪৫) কে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ, পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে খড়ের পালা দেয়া ও গাছ কেটে ফেলাকে কেন্দ্র করে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শাহজামালের কথা ধান ব্যবসায়ী ওয়াসিমের কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে ওয়াসিম ধান ক্রয়ের ৮০ হাজার টাকা নিয়ে একই গ্রামের আজিজুলকে দেয়ার জন্য বাড়ি থেকে বের হন।পরে রক্তাক্ত জখম ও মারাত্মক আহত অবস্থায় ওয়াসিমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওয়াসিম তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় মৃত্যুর মুখে কাতরাচ্ছেন। ওয়াসিমের মাথায ১১ টি সেলাই দেয়া হয়েছে। এবং হাটুসহ শরীর বিভিন্ন স্থানে লোহার রডের বেধড়ক ভাবে মারপিট ও আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত নন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে শাহজালাল বলেন, বিকালে ওয়াসিম আমাকে মারপিট করেছে তারই প্রতিশোধ নেয়া হয়েছে জানিয়ে দম্ভক্তি প্রকাশ করেন মাহজামাল।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।