পাবনা প্রতিনিধি: ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে পাবনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফর আর্থিক সহযোগিতায় ও পিসিডির আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক রাজিউর রহমান রুমী, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামস তাবেজসহ অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাইকে সুস্থ্য থাকতে হলে বিষমুক্ত ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে হবে। জমির স্বাস্থ্য ভাল রাখতে জৈব সার ব্যবহার করতে হবে।
এই প্রকল্পের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষক। এক ফসলের জায়গায় চার ফসল উৎপাদন করতে পারছেন।
প্রকল্পের আওতায় পাবনা সদরের তিনটি গ্রামের কৃষকদের প্রযুক্তির ব্যবহার, বিপনন, উদ্যোক্তা ও ভোক্তার সামর্থ বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ব্যান্ড তৈরী ও সক্ষমতা বৃদ্ধিকে সহযোগিতা করছে পিসিডি।অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।