নওগাঁ প্রতিনিধিঃ দেশের আমের ব্যানিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে জমে উঠেছে আমের হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারী ব্যবসায়ীরা আসতে শুরু করছে আমের বাজারে।
সময়ের আগে বাজারে উঠতে শুরু করেছে সাপাহারের বিখ্যাত আম-রুপালী আম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাগানী ও ব্যবসায়ীদের।উপজেলা কৃষি অফিস থেকে বিশেষ ছাড়পত্র দিয়ে বিক্রি হচ্ছে আম-রুপালী জাতের আম ।জেলায় এ বছর ৩০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম উৎপাদন করেছেন চাষীরা। যার মধ্যে ১৯হাজার ২৫০ চাষ হয়েছে আম-রুপালী জাতের আম। সাপাহার উপজেলায় ৯হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম উৎপাদন হয়েছে যার মধ্যে ৭৬শতাংশ আম-রুপালী আম ।
সকাল থেকে সাপাহার আমের হাটে আম বিক্রির জন্য বাগান থেকে আম নিয়ে আসছেন চাষীরা। আর ব্যবসায়ীরা তা খরিদ করার জন্য দর-দামে ব্যাস্ত সময় পার করছেন।চাষীরা জানিয়েছেন, তীব্র খরায় গুটি অবস্থায় গাছ থেকে আম ঝরে যাওয়ায় উৎপাদনে কিছুটা ব্যঘাত ঘটতে পারে বলে আশংকা করছেন তারা। এছাড়া পর্যাপ্ত পরিমানে বৃষ্টি না থাকায় আমের আকার ছোট হয়েছে বলে দাম নিয়ে কিছুটা কম পাচ্ছেন তারা।
সার কীটনাশক এর মুল্য বৃদ্ধি এবং সেচ কাজের খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদনে খরচ বেড়েছে । সেই তুলনায় বাজারে পাইকারদের কাছে আমের দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন চাষীরা।অতি খরায় সময়ের আগের আম-রুপালী আম গাছে পরিপক্ক হয়ে যাওয়ায় কৃষি অফিসের ছাড়পত্র নিয়ে বাজারে আম বিক্রি করছেন বলে জানিয়েছেন বাগান মালিকরা।এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছেন পাইকার ব্যবসায়ীরা। যাচাই বাছাই করে দর-দাম নির্ধারন করে আম কিনছেন তারা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, হাট থেকে ১৮০০-২০০০ টাকা মন আম কিনে খরচ দিয়ে ঢাকায় নিয়ে গিয়ে তা বিক্রি করতে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
এতে করে তারা বেশী লাভোবান হচ্ছেন না বলে জানান তারা। পরিবহন ব্যবস্থা সহজ এবং লাভজনক হলে আম ব্যবসায় উন্নতি সম্ভব বলে জানান তারা।
এদিকে উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন জানান, সময়ের আগে আম-রুপালী আম পরিপক্ক হওয়ায় বিশেষ ছাড়পত্র দিয়ে বাজারে আম বিক্রি করছেন চাষীরা।সাপাহার উপজেলায় দেশী জাতের আমের পাশাপাশি বিদেশী নানান জাতের আম উৎপাদন করছেন চাষীরা। আমের দাম নিয়ে চাষি ও ব্যবসায়ীরা খুশি বলে জানান উপজেলার এই কৃষি কর্মকর্তা।
সাপাহার আমের হাটে আম-রুপালি, ল্যাংড়া, হিম-সাগর, নাক-ফজলি সহ বিভিন্ন দেশী ও বিদেশী জাতের আম উঠেছে।
বর্তমান বাজারে আম-রুপালি ২০০০-২২০০ টাকা মন, ল্যাংড়া ১২০০-১৪০০ টাকা মন, হিম-সাগর ১৬০০-১৮০০ টাকা মন, নাক-ফজলি ১৪০০-১৬০০ টাকা মন বিক্রি হচ্ছে দেশের দ্বিত্বীয় বৃহত্তম আমের হাট নওগাঁর সাপাহারে।