November 28, 2024, 3:35 pm

বাঘায় ’চিতা’র দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা

বাঘায় ’চিতা’র দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাহাষ্যপাড়া গ্রামের মৃত সুরেস চন্দ্র সরকারের ছেলে সুজিত চন্দ্র সরকার। তিনি তিন বছর আগে বাড়িতে পালন করা গাভী থেকে একটি বাছুর গরু হয়। পরে বাছুরটি সাঁড়ে পরিনত হয়েছে। তার নাম দিয়েছেন ’চিতা’। আসন্ন কোরবানি ঈদে এটিকে বিক্রি করা হবে বলে জানান গরুর মালিম সুজিত চন্দ্র সরকার।

জানা যায়, প্রায় ২০ মণ ওজনের এই গরুটি বাড়ি থেকে বিক্রি করবেন। এছাড়া তার খামারে দুই বছরের রোদ, বৃষ্টি ও মেঘসহ আরও ৪টি গরু রয়েছে। রোদের দাম হাঁকা হয়েছে সাড়ে ৬ লক্ষ, বৃষ্টির দাম হাঁকা হয়েছে সাড়ে ৫ লক্ষ এবং মেঘের দাম হাঁকা হয়েছে ৫ লক্ষ টাকা। যে কোন ব্যক্তি ক্রয় করতে চাইলে সুজিত কুমার সরকারের সাথে ০১৭৭৩-৬৪৫০৩৮ নম্বরে যোগাযোগ করার আহবান জানান হয়েছে।এ বিষয়ে সুজিত চন্দ্র সরকার বলেন, আমি সংসার পরিচালনার সাথে বাড়ির সাথে দুটি টিন সেট ঘর তৈরী করে গরু পালন করছি। ’চিতা’র প্রতি দিনের খাবারের জন্য ব্যয় হয় প্রায় ৪৫০-৫০০ টাকা। আমার অনুপস্থিতিতে মা ও স্ত্রী মুক্তি রানী সরকার দেখভাল করে। গরুগুলোর নাম আদর করে মা রেখেছেন। তাদের আলাদাভাবে ডাকা হয়।

এ বিষয়ে সুজিত চন্দ্র সরকারের মা রেখা রানী সরকার জানান, ফিজিয়ান জাতের গরুগুলো প্রতিদিনের খাবার খায় কাঁচা ঘাস, গমের ভুসি, ভাত, চিটাগুড়, শুকনা খড়। গরুগুলোকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয়। গরমে চালাতে হয় বৈদ্যুতিক ফ্যান। ’চিতা’ ১০ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতা।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে উপজেলায় গরু, মহিষ, খাসি, ভেড়া প্রস্তুত রয়েছে। অতিরিক্ত পশু জেলার বাইরে পাঠানো হবে। এ ছাড়া অনলাইনে বেচাকেনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.