নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খাইরুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।
বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর রানীবাজারস্থ মেয়র লিটনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা অফিসে উপস্থিত হয়ে রাসিকের নব-নির্বাচিত মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান।
এ সময় সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানের সাথে তাঁর সংসদীয় এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল সংখ্যক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) সাইফুল ইসলাম স্বপন।