বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের শ্রীপতিপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের নাম আব্দুল গফুর মন্ডল (৬৫)। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর মন্ডল মৃত শফি মন্ডল এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্বের বিল থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, দুপুরের খাবার খেয়ে আব্দুল গফুর আকাশ মেঘলা দেখতে পেয়ে গরু আনতে যায়। গরু নিয়ে আসার পথে মেঘের গর্জন শুরু হয়। এরই এক পর্যায়ে হঠাৎ করে শরীরে বজ্রপাত পড়ে। সঙ্গে সঙ্গে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে তাকে সেখান থেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এনিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা এরই মধ্যে জেলা প্রশাসককে বিষয়টি সম্পর্কে জানিয়েছি। দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে।