November 29, 2024, 3:47 am

পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ এর (১)(ক) ও ২৯ এর (১)(খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য বিক্রয়/ব্যবহার, হিংসাত্মক ভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার-বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন এবং ইদ-উল-আযহার দিন ইদের নামাজের সময় জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ২৫শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.