July 31, 2025, 12:18 am

News Headline :
রাজশাহীতে সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ ঈশ্বরদীতে সন্ত্রাসী কে? ইঞ্জিনিয়ার কাকন নাকি জাকারিয়া পিন্টু ও তার ভাই? চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার লুট, মূল আসামী আটক বিয়ের আড়ালে প্রতারণা, রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে কিস্তি আদায়ে ব্যস্ত দামকুড়া থানার এএসআই সুলতানা পারভীন রাজশাহীর সপুরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির ‘বহু শিশু প্রাণ হারাবে’ বিমান দুর্ঘটনার আগের দিন ফেসবুক পোষ্ট রাজশাহীতে মহিলাদলের প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা’সহ দুই জন আটক

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা’সহ দুই জন আটক

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় এবছরের সবচেয়ে বড় গাঁজার চালান সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেশের অন্যতম বৃহৎ হেরোইনের চালান আটকের রেশ না কাটতেই আবারও রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলার স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক করেছে।

পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি আব্দুল হাই পিপিএম, ইন্সপেক্টর আতিক, এসআই নাসিমদের নেতৃত্বে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা আটক করা হয়েছে৷ সুদূর হবিগঞ্জের মাধবপুর থেকে রাজশাহীর বাগমারাগামী এ চালানের সাথে আটক করা হয়েছে বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৯০৭৩), ট্রাকের মালিক কাম চালক জিল্লুর রহমান @ মমিন(২৫) পিতা- জেকের আলী সাং বানাইপুর এবং তুষার ইসলাম রবিউল (১৮) পিতা- আব্দুল মজিদ সাং বুজরুককোড় উভয় থানা বাগমারা জেলা রাজশাহী।

মঙ্গরবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বাগমারা থানার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে উল্লেখিত গাঁজা আটক করা হয়৷ আসন্ন ঈদে বাগমারা এবং সংলগ্ন এলাকায় ব্যবহারের উদ্দেশ্যে এ গাঁজা আনা হচ্ছিল। এই অপরাধের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত আছে।

এব্যাপারে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খুব সচেতন আছে। এর সাথে যারা যারা জড়িত সবাইকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.