চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সপ্তাহ খানেক পর ভারত থেকে চারটি ট্রাকে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ট্রাকগুলো সোনামসজিদ স্থলবন্দরের ইয়ার্ড প্রবেশ করে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে টানা ৬ দিন ছুটির পর সোমবার আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পণ্য আমদানির শুরুর দিনেই সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। আগামীকাল আরও বেশি পরিমাণে কাঁচা মরিচে ট্রাক ভারত আসবে বলে জানিয়েনে তারা। এর আগে, সর্বশেষ ২৬ জুন একটি ট্রাকে কাঁচা মরিচ আমদানি করেন এক ব্যবসায়ী।
এদিকে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি খবরে চাঁপাইনবাবগঞ্জের সবজি বাজারগুলোতে দাম কমতে শুরু করেছে। সোমবার জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বাজারে খুচরা মরিচ বিক্রেতাদের দাবি, মরিচের ফলন কম আর মোকামেই বেশি দামে কিনতে হচ্ছে এমন অজুহাতে বড় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছিলো। বাজারে এর আগে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছিলো। বর্তমানে দাম কিছুটা কমেছে।