May 19, 2025, 12:25 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে: তথ্যমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সংবিধান রক্ষা, সাংবিধানিক ধারা রক্ষার জন্য একমাত্র পথ হচ্ছে যথা সময়ে নির্বাচন করা। এর বাইরে যারা সরকার উৎখাত ও সংবিধান অদল-বদলের কথা বলে তারা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে, এটা দুঃখজনক।

সেজন্য সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশি সব চক্রান্ত মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক বাধ্যবাদকতায় আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাতীয় আইনজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপি-জামায়াতসহ অনেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের নামে সরকার উৎখাতের কথা বলছে, সরকার অদল-বদলের কথা বলছে, অস্বাভাবিক সরকার, সংবিধান বহির্ভূত সরকার প্রতিষ্ঠার কথা বলছে। সাংবিধানিক সরকার, শেখ হাসিনার সরকারকে সরাসরি উৎখাতের অগণতান্ত্রিক হুকারও ছাড়ছে।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতা ও জাতীয় আইনজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.