November 23, 2024, 10:10 pm

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
রাজশাহীতে ২৮টি বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান

রাজশাহীতে ২৮টি বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান

রাজশাহী মহানগরীর ২৮টি বাড়িতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ এডিস মশার লার্ভার অনুসন্ধানে সাতদিন ধরে শহরের ১৫টি এলাকার ৭৫টি বাড়ি থেকে জমে থাকা পানির নমুনা সংগ্রহ করেছিলো। এরমধ্যে ২৮টি নমুনায় মিলেছে এডিসের লার্ভা।

গত সোমবার নমুনা পরীক্ষায় এ বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ডেঙ্গু কর্নারে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে ১৪ জন ঢাকা থেকে জ্বর নিয়ে রাজশাহী এলেও অন্য তিনজন রাজশাহীতেই ছিলেন। এই তিনজনের মধ্যে সাতমাস বয়সী এক শিশুও আছে। শিশুটিকে রাখা হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। শিশুটিকে ৮ জুলাই ভর্তি করা হয়েছে। শিশুটি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী মহানগরীতে এডিস মশার বংশবিস্তার হচ্ছে কিনা তা জানতে তারা সাতদিন ধরে ১৫টি এলাকার ৭৫টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন। জমে থাকা পানির এই নমুনার ২৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। এছাড়া উপজেলাপর্যায়ে সচেতনতা সৃষ্টির জন্য সিভিল সার্জনকে বলা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে তারা সভা করেছেন। মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া শহরের ১২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে বুধবার থেকে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। কারও জ্বর হলে কিটের মূল্য হিসেবে ১৬০ টাকা পরিশোধ করে তারা নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, আগে শুধু ঢাকা থেকে ডেঙ্গু রোগী এলেও এখন রাজশাহীতেও শনাক্ত হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীতেই তিনজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, গত ১৪ জুন তাদের এখানে প্রথম তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হন। তারা সবাই ঢাকা থেকে এসেছিলেন। এরপর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৬০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি ছিলেন ১৭ জন।

এর মধ্যে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ভর্তি হয়েছেন সাতজন। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ভর্তি হয়েছেন আটজন। রাইজিংবিডি

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.