নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বায়া স্কুল এন্ড কলেজ ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন প্রামানিক। শিক্ষক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য প্রভাষক নিন্টু কুমার মন্ডল, নওহাটা পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, ভবেশ কুমার, বিউটি ও লিপি খাতুন। আরো বক্তব্য রাখেন এই কারিকুলাম বাস্তবায়নের মাস্টার ট্রেইলার জাইদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মজিবুর রহমান, শিক্ষক সামিমুর রহমান, শিক্ষক আনন্দ কুমার পাল প্রমুখ।বায়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পবা উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুল মাননান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফছার আলী। শিক্ষক সইবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রভাষক সম্রাট আলী, শিক্ষক সারোয়ার হোসেন, শিক্ষক আহসান হাবিব কল্লোল, শিক্ষক মতিউর রহমান, অভিভাবক রাজু অহমেদ, ভাষান মন্ডল, নাজনীন আক্তার, শারমিন সুলতানা, ওহিদুল ইসলাম, আলাউদ্দিন আলী প্রমুখ।