মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পৃথক স্থান থেকে কৃষকের দুটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়বেলালদহ ও চকরামাকান্ত গ্রামে গরু চুরির এসব ঘটনা ঘটে।
ভুক্তভোগী বড়বেলালদহ গ্রামের তোতা মণ্ডল জানান, ‘শুক্রবার রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাতের কোন এক সময় গোয়ালঘরের তালা কেটে গরুটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।
তোতা মণ্ডল আরও বলেন, একটি এনজিও থেকে ঋণ নিয়ে ৫১ হাজার টাকায় একটি বকনা গরু কিনেছিলাম। আর এক মাস পরে গরুটি বাচ্চা দেবে। কয়েকদিন আগে গরুটি দেখে ১ লাখ টাকা দাম বলেছে ব্যাপারিরা।উপজেলার চকরামাকান্ত গ্রামের কৃষক হাছেন আলী বলেন, শুক্রবার সন্ধ্যার পরে বাছুরটি গোয়ালঘরে তুলে তালাবদ্ধ করে দিই। শনিবার সকালে দেখি তালা কেটে বাছুরটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এরই মধ্যে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। গরু দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।