নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি লসমী চাকমা।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব শাকিল আহম্মেদ।অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, আরএমপি বিভিন্ন এরিয়ার আাইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামুলক আলোচনা করা হয়।