একঘেয়ে নিউজ ফিডে নতুন চমক আনতে চলেছে ফেসবুক। টিকটকে যেমন পোস্ট ও ভিডিও সোয়াইপ করে দেখা যায়, ঠিক তেমনই কিছুটা ইন্টারফেস যুক্ত করতে পারে ফেসবুকের মূল সংস্থা মেটা।
এবার থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যালগরিদম ভিত্তিক ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, পরিবার, বন্ধু এবং গ্রুপের জন্য আলাদা আলাদা নিউজ ফিড প্রদর্শিত হবে।
মূলত, এতদিন ফেসবুক শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হিসাবেই পরিচয় পেয়ে এসছে ব্যবহারকারীদের কাছে। এই ধারণা বদলাতে চায় মেটা। বরং বিনোদন এবং শপিং প্ল্যাটফর্ম হিসাবে ফুটিয়ে তুলতে চায় নিজেদের। আর সেই উদ্দেশ্যে এই বদল বলে মনে করছেন অনেকে।
ফেসবুকে নতুন ইন্টারফেস
ফেসবুকের মূল হোম স্ক্রিন অনেকটা টিকটকের মতো দেখতে হবে। একটি ভার্টিকাল ডিসপ্লেতে ব্যবহারকারীদের পোস্ট দেখানো হবে। যার মধ্যে বেশিরভাগ কনটেন্ট থাকবে ভিডিও। আর এই ভিডিও কন্টেন্ট অ্যালগরিদমের ভিত্তিতে প্রদর্শিত হবে। এই হোম স্ক্রিনে টিকটক, ইনস্টাগ্রামে মতো রিলস (ভিডিও কন্টেন্ট) এবং স্ন্যাপচ্যাটের মতো স্টোরি দেখতে পাবেন ব্যবহারকারীরা।
ফেসবুক নিউজ ফিডে নতুন ট্যাব’
এছাড়া ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে তাদের শর্টকাট বারে একটি নতুন ফিড ট্যাব’ দেখতে পাবেন। শর্টকাট বারটি ব্যবহারকারীর অ্যাক্টিভিটি অনুযায়ী অ্যাপের অংশগু’লোর ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে। এই ফিড কাস্টমাইজ করার সুবিধা দেবে ফেসবুক।
এই কালানুক্রমিক ফিড ট্যাবে বন্ধুদের সাম্প্রতিকতম পোস্ট, তারা যে পেজগু’লো ফলো করে এবং তারা যে গ্রুপে অ্যাড করেছে তা অন্তর্ভুক্ত থাকবে। তাছাড়া এই ট্যাবে’বেশ কিছু ফিল্টার করতে পারবেন একজন ব্যবহারকারী। যেমন– ইউজার কমিউনিটি অল পোস্ট, ইউজার্স ফ্রেন্ড পোস্ট, গ্রুপস, পেজ এবং ফেভারিটস। ফেসবুকের নিজস্ব মেশিন লার্নিং প’দ্ধতির মাধ্যমে এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এদিন এক ঘোষণায় সংস্থা জানিয়েছে, ফেসবুকের মূল ফিড এবার থেকে আর নিউজ ফিড হিসাবে নয়, বরং হোম স্ক্রিন হিসাবেই বিবেচিত হবে।