নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস রচিত দু’টি কাব্যগ্রন্থ ‘নিমগ্ন প্রার্থনায় তুমি’ ও ‘শূন্যতার প্রতিবিম্বে অতল জোছনা’র পাঠ উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে রোববার রাজশাহী জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে কবির কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমীন প্রামানিকের সভাপতিত্বে এ সব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহী শিক্ষাবোর্ড সচিব মো. হুমায়ুন কবীর, কবিকুঞ্জের সাধারণ কবি আরিফুল হক কুমার, কবি সৈয়দা শামসুন্নাহার মুক্তি। ধন্যবাদ জ্ঞাপন করেন কবি সাংবাদিক ও কলামিষ্ট পারভেজ সুমন।
কবিকুঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহনাওয়াজ সুমনের সঞ্চালনায় মূল আলোচক ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ড সাবেক চেয়ারম্যান মোহা. তানবিরুল আলম। ঢাকা প্রান্ত প্রকাশনার আয়োজনে এ অনুষ্ঠানে কবি শামীমা নাইস সরচিত কবিতা আবৃতি করেন। শেষে হুমায়রা জান্নান মীম, সহিষ্ণুতা, হাসিনা আক্তার বীথি ও ফারজানা আলী দিনা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।