সুজানগর প্রতিনিধিঃ “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দুঃস্থ নারীদের মাঝে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর ও থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।
উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মনসুর আলী প্রমুখ।
শেষে মহিলা অধিদপ্তরের উদ্যোগে কর্মসংস্থানের জন্য উপজেলার ৭ জন নারী ও ৩ জন দুঃস্থ নারীকে ৬ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়।