November 29, 2024, 9:43 am

এক মাসেও খোজ মেলেনি নিখোঁজ ছাত্রীর

এক মাসেও খোজ মেলেনি নিখোঁজ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নিখোঁজের ১ মাস পরেও উদ্ধার হয়নি জোতকাদিরপুর গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রী ইমা। এ ঘটনায় পরিবাররের শোকাবহ অবস্থা বিরাজমান।

মেয়েটির পরিবারের সাথে কথা বললে জানা যায়, সোমবার (১০জুলাই) কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী মোসাঃ রুকাইয়া খাতুন ইমা প্রতিদিনের ন্যায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে স্কুলে যায়। স্কুল থেকে আর ফিরে আসে নাই। ছুটির পর বাসায় না ফেরায় আমরা স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন যে সে ঐদিন স্কুলে উপস্থিত হয়নি।

পরবর্তীতে, বিভিন্ন জায়গায় আত্বীয়-স্বজন বাড়ীতে খোঁজে করতে থাকলেও কোথাও তাকে খুজে পাওয়া যায়নি।
এলাকা সূত্রে জানা য়ায়, দিয়াড়কাদিরপুর গ্রামের নাজিম আলীর ছেলে সোহেলসহ ৪/৫ জন মিলে মেয়েটিকে পালিয়ে নিয়ে যায়। ছেলেটি পরিবার বিষয়টি জানতে পেরে বাড়ির সবাই পালিয়ে যাই।

মেয়ের পিতা জানান, বিষয়টি অত্র থানায় অবগত করিলে আমরা আশানুরূপ কোন ফলাফল পাইনি। পরবর্তীতে জেলা রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-২ একটি মামলা দায়ের করেছি। সি. আর. মামলা নং-১৬৪পি/২০২৩ (বাঘা), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারা মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, এক মাস পার হয়ে গেলো এখন পর্যন্ত তার কোনো খোজ খবর পায়নি। সে বর্তমানে সুস্থ অথবা জীবিত আছে কিনা আমরা তা জানিনা। এখন নিরুপায় হয়ে পরেছি। আমার মেয়ে নাবালিকা । আমরা যে কোন মূল্যে তাকে ফিরে পেতে চাই।

এ ব্যাপারে বাঘা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম কথা বললে তিনি জানান, জেলা রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমনে আদালতে মামলা হয়েছে। মেয়েটি উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.