November 29, 2024, 9:55 am

রাজশাহী মহিলা কলেজে সেল্ফ ডিফেন্স ও ফিটনেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মহিলা কলেজে সেল্ফ ডিফেন্স ও ফিটনেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মহিলা কলেজে সেল্ফ ডিফেন্স ও ফিটনেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে কলেজের মিলনায়তনে ৪ দিনের এই কর্মশালার আয়োজন করে সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস একাডেমী।আত্ন উন্নয়ন, আত্নবিশ্বাস, আত্নরক্ষা এবং স্বাথ্য সুরক্ষা সম্বলিত প্রিভেন্টিভ কোর্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস একাডেমীর কর্ণধার ও প্রধান প্রশিক্ষক আরিফ আহমেদ ৪ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান।

৪ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক রায়হানুর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর নাজনীন সুলতানা।

এসময় আরও উপিস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, ভূগোল বিভাগের প্রভাষক শাহরীন মাজাদ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমাতুজ্জোহরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.