নিজস্ব প্রতিবেদক
৬৭ হাজার ২৩৭ জন। সেই হিসাব অনুযায়ী প্রতি আসনের জন্য পরীক্ষায় বসছেন ৩২ জন।
মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৩ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের আসন বরাদ্দে ৬০ শতাংশ এইচএসসিতে মানবিক বিভাগ থেকে পাস করে আসা শিক্ষার্থীদের জন্য এবং ৪০ শতাংশ এইচএসসিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য।
‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে বাংলায় ৩৫ নম্বর, ইংরেজিতে ৩৫ নম্বর ও সাধারণ জ্ঞানে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বাণিজ্য শাখার, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ এ বিজ্ঞান শাখার, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ এ মানবিক শাখা শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন।