July 15, 2025, 1:52 am

News Headline :
রাজশাহীতে মহিলাদলের প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
শাহজাদপুরে মেসার্স সরকার এন্টারপ্রাইজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহজাদপুরে মেসার্স সরকার এন্টারপ্রাইজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর মাঠে শুক্রবার বিকেলে, প্রাণনাথপুর ফুটবল ক্লাব আয়োজিত ১৬ দলীয় মেসার্স সরকার এন্টারপ্রাইজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ২-০ গোলে রতন সরকার ফুটবল একাদশকে পরাজিত করে রাউতারা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

উক্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সহ-সভপতি শ্রী রতন কুমার সরকার, বিশেষ অতিথি ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী, সাধারন সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার সভাপতি শ্রী রতন বসাক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হযরত আলী, আব্দুল মালেক কালু ও হাজী নুর ইসলাম, হাজী চানসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল রাউতারা ফুটবল একাদশের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে মেডেল সহ ফ্রিজ এবং রানার্স আপ দল রতন সরকার ফুটবল একাদশের অধিনায়কের হাতে মেডেলসহ এলইডি স্মার্ট টিভি রানার্সআপ পুরস্কার হিসেবে তুলে দেন।

এই খেলার মিডিয়া পার্টনার ছিল মেসার্স সরকার এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান বাংলা খবর বিডি ডটকম।
উক্ত খেলা পরিচালনা করেন রেফারি হাফিজুর রহমান, লাইন্সম্যানে ছিলেন হারুনর রশিদ ও জাহিদুল। ধারা বিবরনীতে ছিলেন বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন হোসেন, আরিফ, রাশেদুল ইসলাম ও তপু। উক্ত খেলায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিল।

প্রতি বছরই এ স্থানে ফুটবল টুর্ণামেন্টের আয়োজনের দাবী করা হলে খেলার আয়োজক মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের বিপ্লবী সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডির প্রকাশক মানিক কুমার সরকার আগামীতেও একই স্থানে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন। তিনি বলেন, শাহজাদপুরে বেশি বেশি খেলাধুলা আয়োজন করা প্রয়োজন। এতে করে মোবাইল ফোন আুসক্তি থেকে বের হয়ে যুবসমাজ প্রকৃতির মাঝে খেলাধুলায় অংশগ্রহণে আগ্রহী হবে। তিনি এভাবেই শাহজাদপুরের মানুষের সেবা করতে চান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.