নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে ছান্দাবাড়ী এলাকায় পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝরের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বেলপুকুরিয়া ইউনিয়নের ছত্রগাছা মৌজায় ছান্দাবাড়ি এলাকায় অবৈধভাবে তিন ফসলী জমিতে পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে পাকা রাস্তায় মাটি বহনের কারণে এবং আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।অর্থদণ্ড আদায় না হওয়ায় অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় এক্সক্যাভেটর মেশিন (ভেকু) এর দু’টি ব্যাটারি এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দু’টি ট্রলি গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ট্রলি দু’টি বেলপুকুরিয়া থানার এস আই এর জিম্মায় প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছান্দাবাড়ী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে ১৫ দিনের জেল দিয়ে বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে।
এতে সহযোগিতা করেন বেলপুকুরিয়া থানা পুলিশের সদস্যগণ। মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা, আবাসিক এলাকা ও জাতীয় গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার স্থায়ীত্ব বিনষ্ট করা, মাটি পরিবহনের কারণে চলাচলের রাস্তা পিচ্ছিল ও কর্দমাক্ত করে জনদুর্ভোগ সৃষ্টি করা রোধে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।