নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সমস্যা চিহ্নিতকরণে এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে নিজ নিজ ভূমিকা পালনের লক্ষ্যে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল মাল্টিপার্টি ইয়াং লিডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত এসপিএল প্রকল্পের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামের ক্লাস- ২৩ এর রাজশাহী জেলা মাল্টিপার্টির দুই ফেলো যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো মাজিদুর রহমান নয়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ফেলো রিফাত হোসেন অন্তরের আয়োজনে এই কর্মশালাটি সোমবার (১৪ আগস্ট) ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল উপশহর রাজশাহী ইন রেসিডেন্সিয়াল হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার আসমা আকতার, প্রোগ্রাম অ্যাসোসিয়েট রায়হান আলী ও ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট আশেক তানভীর অনীক।
কর্মশালায় অংশগ্রহণকারীরা রাজশাহী জেলার আওতাধীন স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সে সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সুপারিশমালা তৈরি করেন।
কর্মশালায় উপস্থিত দুই ফেলো চিহ্নিত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকার ও প্রশাসনকে পিটিশন প্রদানের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য গণস্বাক্ষরসম্বলিত একটি আবেদনপত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কর্মশালায় রাজশাহী জেলা সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টির কথা বলা হয়।