May 20, 2025, 9:31 am

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
তানোরে মহিলা মেম্বারের বিরুদ্ধে কার্ড দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ

তানোরে মহিলা মেম্বারের বিরুদ্ধে কার্ড দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন কার্ড দেয়ার নামে ব্যাপক টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীরা টাকা ফেরত ও বিচারের জন্য উপজেলা নির্বাহীর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। আবার যারা অভিযোগ দিয়েছেন তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া শুরু করেছেন মেম্বারসহ তার লোকজনরা।

এখানেই শেষ না যতটুকু বরাদ্দ পেয়েছেন তার অধিক ব্যক্তির নিকট টাকা আদায় করে ঘাপটি মেরে আছেন মেম্বার রশিদা বেগম। সে উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার এবং ধানোরাগ্রামের আকবর আলীর স্ত্রী। টাকা আদায়ের ঘটনায় প্রতিবন্ধী আঙ্গুরা বেগম ও মোজাফফর নামের দুই ভুক্তভোগীরা চলতি মাসের ২০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে করে টাকা আদায়কারী মেম্বারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন ওয়ার্ডসহ ইউপি বাসী। ফলে দ্রুত এমন টাকা খোর জনপ্রতিনিধির বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন জনসাধারণ।

অভিযুক্ত মহিলা মেম্বার রশিদা বেগম বলেন, সমাজ সেবা অফিসের কিছু কর্মকর্তারা টাকা ছাড়া কোন কাজ করে দেন না। বিশেষ করে প্রয়াত মুনতাজ টাকা নিয়ে কাজ করতেন। আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি সবার কার্ড হয়েছে। আপনি কি টাকার বিনিময়ে কার্ড দিতে পারেন জানতে চাইলে তিনি জানান, ভোটের সময় কেউ তো বিনা টাকায় ভোট দেয়নি, তারা ভোটের সময় নিয়েছে আমি এখন নিব এবং টাকা ছাড়া কোন কাজ করব না বলেও দাম্ভিকতা দেখান তিনি। অনেকে টাকা দিয়েও কার্ড পায়নি প্রশ্ন করা হলে উত্তরে বলেন আমার চাহিদামত যারা টাকা দিয়েছে তাদের কার্ড হয়েছে, আর যারা দেয়নি তাদের হয়নি। অভিযোগে উল্লেখ, গত প্রায় এক দেড় বছর আগে প্রতিবন্ধী কার্ড করে দেয়ার জন্য জাতীয় পরিচয় পত্র ও ৫ হাজার টাকা করে নেয় মেম্বার রশিদা। কিন্তু এখনো কার্ড হয়নি। টাকা ফেরত চাইলে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন মেম্বার। ভুক্তভোগী প্রতিবন্ধী আঙ্গুরা ও মোজাফফর বলেন, আমাদের কাছ থেকে প্রায় এক দেড় বছর আগে মেম্বার কার্ড দিবে বলে ৫ হাজার টাকা করে নেয়।

কিন্তু কার্ড দেয়নি। আমরা গরীব অসহায় প্রতিবন্ধী টাকা ফেরত চাইলে নানা ভাবে হুমকি দেয়। বাধ্য হয়ে লিখিত অভিযোগ দিয়েছি। ওয়ার্ড বাসীরা জানান, দুএক জনের কাছ থেকে টাকা নিলে হয়। অনেকের কাছে টাকা আদায় করেছে। এমনকি যারা কার্ড পাওয়ার যোগ্য তাদের কাছেও নিয়েছে, যারা যোগ্য না তাদের কাছ থেকেও আদায় করেছেন টাকা। এমন টাকা খোর জনপ্রতিনিধিদের জন্য সরকারের মহৎ উদ্দেশ্য গুলোতে ছাই পড়ছে। এদের কে সাসপেন্ড, না হয় শাস্তি মুলুক কিছু করা দরকার, তাহলে অন্যরা ভয় পাবে।

কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, আমি ঘটনা শোনার পর যাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে ফেরত দিতে বলেছি এবং এধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.