চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আমদানী নিষিদ্ধ ৬৪ হাজার টাকার মাদক জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় এক অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় এক যুবককে আটক করা হয়।
আটক যুবক জেলার সদর উপজেলার সল্লাআমারুক এলাকার মৃত ফুলজাহান ও মৃত ইব্রাহিম আলীর ছেলে সোহাগ আলী (২০)।
এ বিষয়ে শনিবার সকালে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ৯ টায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাট এলাকায় বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের মেইন গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সোহাগকে ৬৪ হাজার টাকার মোট ১২৮ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী সোহাগ ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।