নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ কিশেরগ্যাং সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। ছিনতাই, চাঁদাবাজি ও মোবাইল চুরির অভিযোগে শুক্রবার দিবাগত রাতে নবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মোড় হতে তাদের আটক করা হয়।
আটক কিশোররা হলো- পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মহিদুল ইসলাম ও শিউলি বেগমের ছেলে কিশোরগ্যাং এর মূলহোতা মারুফ ইসলাম (১৯), জামাল ও আয়েশা বেগমের ছেলে মনির (২২), বুলবুল আলী ও শিল্পী বেগমের ছেলে সোয়েব আক্তার (১৯) এবং সেন্টু মিয়া ও সখির ছেলে আব্দুল মজিদ (১৯)।
এ বিষয়ে শনিবার দুপুরে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনের স্মৃতি প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় প্লাস্টিকের হাতল যুক্ত ৩টি ক্ষুর, ৫০ গ্রাম গাঁজা এবং ৩ টি মোবাইল ফোনসহ কিশোরগ্যাং এর মূলহোতা মারুফ, মনির, সোয়েব ও মজিদকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রায় রাতে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে শো-ডাউন দেয়ার কথা স্বীকার করে। এছাড়াও তাদের নামে একাধিক মামলা রয়েছে এবং তাদেরকে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।