November 27, 2025, 9:31 pm

News Headline :
কাশিয়াডাংগা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিতুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মাদকের গডফাদারকে নিয়ে ”মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষনা করলেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী রাজশাহীতে ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫ রাজশাহী-১ আসনে প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল, চলছে লাগাতার বিক্ষোভ রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট স্বচ্ছতার অভাব ও অভ্যন্তরীণ চাঁদাবাজি: পার্কন চৌধুরীর ‘অদৃশ্য নেটওয়ার্ক’ (প্রথম পর্ব) ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক ঢাকায় অনুষ্টিত হলো “ফার্মাকানেক্ট”
শাহজাদপুরে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার ১

শাহজাদপুরে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার ১

নাঈম সিদ্দিক,শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের দেওয়ান পাড়া থেকে নিজ বাসভবনের নিচতলায় অনলাইন ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকায় এক যুবককে আটক করেছে সিআইডি বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখা।

একটি সূত্র জানায়, দীর্ঘদিন সিরাজগঞ্জের শাহজাদপুরের অ্যাডভোকেট আফতাব হোসেনের দ্বিতীয় পুত্র রানা তার নিজস্ব ভবনের নিচতলায় কম্পিউটারে অনলাইন ব্যবসার নামে অনলাইন ক্যাসিনো খেলার সঙ্গে জড়িত ছিল।

একটি গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা থেকে এসে শাহজাদপুর থানা পুলিশের এএস আই সুমন চন্দ্রের সহযোগিতায় ৩০শে আগস্ট ভোর রাত থেকে সকাল পর্যন্ত পৌর সদরের দেওয়ানপাড়ায় অভিযান চালায়। অভিযানে প্রায় অনলাইন ক্যাসিনতে ব্যবহৃত প্রায় ১৫ থেকে ১৮ টি কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করে। এ সময় অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়। একটি গোপন সূত্রে জানা যায়, শাহজাদপুরে আরো একাধিক ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

এলাকাবাসী ও রনির বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, রনি খুব ভালো স্বভাবের ছেলে ওর ডাকনাম রিঙ্কু তবে সে বেশ কিছুদিন কম্পিউটারের অনলাইনে নিজস্ব ভবনের নিচতলা ব্যবহার করে ব্যবসা করত তবে সেটি কিসের ব্যবসা তা আমরা জানিনা।

রনির পিতা এডভোকেট আফতাব হোসেন একজন ভালো মানুষ হিসেবে শাহজাদপুরের অনেকের কাছেই পরিচিত রয়েছে বলেও জানা যায় তবে তার সন্তান এ ধরনের অবৈধ অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত হবে জেনে এলাকার মানুষ বিস্ময় প্রকাশ করেছে, এলাকাবাসী আরো বলেন নিঃসন্দেহে উচিত ছিল তার সন্তান কি ব্যবসা করছে তা আগে থেকেই সাবধানতা অবলম্বন করা।

রানার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর বেশ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাসায় আসলে তখন তারা রানার খোঁজ করলে তাকে ঘুম থেকে ডেকে তুললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে এবং তাকে তার নিচ তলায় ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে সকল ল্যাপটপ-কম্পিউটার জব্দ করে এবং রানাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমরা শুধু জানতে পেরেছি যে ঢাকা থেকে সিআইডি একটি টিম এসে তাকে গ্রেফতার করেছে।এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.