November 29, 2024, 10:37 pm

News Headline :
পুঠিয়ায় ঋণের দায়ে ব্যবসায়ির আত্মহত্যা

পুঠিয়ায় ঋণের দায়ে ব্যবসায়ির আত্মহত্যা

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ঋণের দায়ে মন্টু আলী (৪৪) নামের এক চাউল ব্যবসায়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোপাপাড়া-মহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মন্টু আলী ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

মৃতের ছেলে সজিব হোসেন বলেন, তার বাবা বিগত সময়ে বিভিন্ন এনজিও ও স্থানীয় দাদন ব্যবসায়ির নিকট থেকে চওড়া সুদে ঋণ নিয়ে চাতাল মিলে চাউলের ব্যবসা শুরু করেন। যার পরিমান প্রায় ১০ লাখ টাকা। তবে গত কয়েক বছর ব্যবসায় লোকসান করেছেন। এতে তিনি চরম হতাশায় দিনপাত করছিলেন। আর এই কারণে বুধবার ভোররাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিলুর রহমান বলন, ব্যবসায়ি মন্টু ধারদেনা ও ঋণের দায়ে অনেক কস্টে দিনপাত করছিলেন। তার পরিবারে দুটি ছেলে। তারা স্কুল কলেজে লেখাপড়া করে। এ সকল কারণে কিছুদিন আগে এক বার সে ষ্টোক করেছিল। এ সকল কারণে তিনি আত্নহত্যা করতে পারে।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক আলামত ও সুরাতহাল দেখে মনে হচ্ছে তিনি আতত্মহত্যা করেছেন।

ওসি বলেন, অভাবগ্রস্থ্য থেকে তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন। আর সেই কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন। তার পরিবারের দাবীতে লাশের ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমোতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.