নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী শহরে যানজট মুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ রাখতে প্রতিনিয়ত বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছেন রাজশাহী মহানগরীর ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলেনা আক্তার।
৩০ আগস্ট (বুধবার) বেলা ৪ টায় লক্ষিপুরসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
নবাগত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করছেন অপর নবাগত এডিসি হেলেনা আক্তার।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলেনা আক্তার বলেন, আমাদের পুলিশ কমিশনার স্যারের দিকনির্দেশনায় যানজট নিরসন ও কাগজবিহীন গাড়ী এবং অবৈধ মোটরযান চলাচল বন্ধ রাখতে প্রতিনিয়ত অভিযান চলমান আছে। ধারাবাহিক অভিযানের ন্যায় আজও লক্ষিপুরসহ কয়েকটি পয়েন্টে অভিযান করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করছি আমরা। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। অভিযান অব্যাহত থাকবে।