November 30, 2024, 12:41 am

News Headline :
নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহী আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী এ্যাসোসিয়েশন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র জাতির। তাই বাংলাদেশ রাষ্ট্রের এই মহান স্থপতিকে আমাদের স্মরণ করতে হবে জাতীয়ভাবে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের সকলকে এ দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

নারী উদ্যোক্তা ফোরাম রাজশাহীর সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, ফোরামের সহ-সভাপতি শুক্লা হাসান ও মহসিনা ইসলাম। অনুষ্ঠানে পরিচালনায় ফোরামের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.