November 17, 2025, 9:15 am

রাজশাহীতে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন

রাজশাহীতে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল, অন্যটির গতি কম ছিল। ফলে নিরাপদ দূরত্বেই ট্রেনটি থেমে যেতে পেরেছে। এ কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে রুটে পবা উপজেলার শিতলাই নামক স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ঈশ্বরদী থেকে একটি কমিউটার ট্রেন রহনপুর যাচ্ছিল। এক নম্বর লাইনে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়েছিল। তখন একই লাইনে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। গতি কম থাকায় ট্রেনটি নিরাপদ দূরত্বে থেমে যায়। পরে পিছু হটে দুই নম্বর লাইন দিয়ে ট্রেনটি বেরিয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, প্রাথমিকভাবে শুনেছি পয়েন্টম্যান ভুল করেছেন। একটি ট্রেন লাইনে থাকলেও পয়েন্টম্যান অন্য ট্রেনকে ঢোকার সিগন্যাল দিয়েছেন। একজন ট্রাফিক ইন্সপেক্টরকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যার বা যাদের গাফিলতিতে এটা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.