July 10, 2025, 10:20 am

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের কথিত সভাপতি ‘জুলু’ সেনা অভিযানে গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের দোসরদের অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা দলের নেতাকে লাথি, এনসিপির রাজশাহীর যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি
ভালোবাসার সম্পর্ক আগলে রাখার কিছু পদক্ষেপ

ভালোবাসার সম্পর্ক আগলে রাখার কিছু পদক্ষেপ

 

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে যখন একঘেয়েমি চলে আসে তখন দূরত্ব তৈরি হয়। সম্পর্কে এমন কিছু সময় আসে যখন একে অপরের প্রতি ভালবাসা না কমলেও আস্থা কমতে শুরু করে। এক পর্যায়ে প্রায় ভেঙে যেতে বসে সম্পর্ক। তখন এতদিনের ভালোবাসার সম্পর্ক আগলে রাখার জন্য নিতে হয় কিছু পদক্ষেপ।

একে অপরের সঙ্গে কথা বলুন। অভিমান করে নিজের মনের কথা না বললে সমস্যা বাড়বে। যদি কোনো কাজে বা কথায় খারাপ লেগে থাকে, তবে তা সঙ্গীকে জানান।

যদি মতের অমিল বেশি হয়ে যায় তবে দুজনের মিল কোথায় এখনও অবশিষ্ট আছে তা খুঁজে বের করুন। মত অনেক ক্ষেত্রে না মিলতেই পারে। তবু মনে করিয়ে দিন সঙ্গীকে এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে নিজেরা একমত হতে পারেন।

সব কথায় একমত না-ই হতে পারেন। কিন্তু একে অপরকে কি বিশ্বাসও করতে পারছেন না? যদি পারেন, তবে সেটিই সম্বল। একে অপরের প্রতি আস্থা রাখুন। অন্যকেও বোঝান যে আপনি এখনও তাকে বিশ্বাস করেন।

সম্পর্ক না ভাঙতে চাইলে, তা আগলে রাখার উপায় একটা না একটা বের হবেই। একটু ভেবে দেখার চেষ্টা করুন, আর কী করলে সঙ্গীর ভালো লাগতে পারে। সঙ্গীর যা যা পছন্দ, ভালো লাগে তা করার চেষ্টা করুন।

তবে ভালোবাসার সম্পর্ক আগলে রাখতে হলে দুজনকেই সহনশীল হতে হবে। বিপদে, খারাপ সময়ে পাশে থাকতে হবে। একজন ছাড় দিতেই থাকবে আর অন্যজন নিতেই থাকবে, তাহলে সম্পর্ক টিকবে না।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.