November 23, 2024, 7:16 pm

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহজাদপুর থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহজাদপুর থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নাঈম সিদ্দিক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ই অক্টোবর) বেলা ১১টায় শাহজাদপুর থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোঃ খাইরুল বাসারের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

উপ-পরিদর্শক মনজুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিয়াকত সালমান।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভার সূচনা করা হয়। পরে থানার সেকেন্ড অফিসার শ্রী গোপাল চন্দ্র স্বাগত বক্তব্য রাখেন।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বানী, সহ-সভাপতি বিপ্লব কুমার সরকার ও নরেশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, ও সাধারণ সম্পাদক মানিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন রায়, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মোঃ রফিকুল হাসান, শাহজাদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম।

আরো উপস্থিত ছিলেন, পৌরসভার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ, ১০টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শতাধিক আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হয়।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বীগ্ন করার লক্ষ্যে শাহজাদপুর থানার উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভার প্রশংসা করেন। এবং সকলের সহযোগিতায় শাহজাদপুরে প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, কোনরকম গুজবে কান না দিয়ে কোন তথ্য থাকলে দ্রুত আমাদের জানাবেন। আমরা ২৪ ঘন্টা আপনাদের সহযোগিতা করার জন্য এবং শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুত।

এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন রকমের দিকনির্দেশনা প্রদান করেন এবং পূজা মন্ডপের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.