নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় প্রতিবছরের মতো এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে নগরীর ত্রিনয়নী মন্দিরে এই পূজা অর্চনা হয়। এ বছর দেবীর আসনে বসেছিল সাগরপাড়া এলাকার স্বাগত কুমার দাসের নয় বছরের মেয়ে ইন্দুপ্রভা দাস তিতলি।
তিতলীর মায়ের নাম ছন্দা সরকার ও বাবা স্বগত দাস। সে বগুড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে বসানো হয়। এর আগে মন্ত্রোচ্চারণ, ফুল ও বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেয়া হয় ভক্তদের কাছে।
এরপর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের উলুধ্বনি আর বিনম্র শ্রদ্ধায় সম্পন্ন হয় কুমারী পূজা। এর মাধ্যমে করা হয় নারীত্বের বন্দনা। পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপমুক্তির জন্য ভক্তরা দেবীর পায়ে শ্রদ্ধা জানান ফুল এবং বেলপাতা নিবেদন করেন।
হিন্দুধর্ম মতে, দেবী মাতৃরূপে ভক্তদের মধ্যে আর্বিভুত হন। তিনি যেমন দুষ্টের দমন করেন, তেমনি মাতৃরূপে ভক্তের পালনও করেন। সেই ধারণাকে ধারণ করে কুমারী পূজার আবির্ভাব। কুমারী পূজায় সাত থেকে নয় বছরের কুমারীকে দেবী হিসেবে কল্পনা করে পূজা করা হয়। ভক্তরা তার মাঝে খুঁজে পান দেবীরূপী মাকে। পূজা শেষে সবার মঙ্গল কামনা এবং পাপমুক্তির জন্য ভক্তরা দেবীর পায়ে শ্রদ্ধা জানান ফুল ও বেলপাতা নিবেদন করে।
বিভিন্ন মন্দিরে অঞ্জলী শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।