যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ঢাকায় এসেছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চারদিনের সফরে তিনি ঢাকায় এলেন।
বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সুশীল সমাজের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
এ সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সফরে তিনি যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা করবেন। এ সফরে অগ্রাধিকারের পাবে খাদ্য নিরাপত্তা হীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থী।
এসব বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে আলোচনা করবেন।
এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।