নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রেলওয়ের মেইন লাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ নাশকতার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ট্রেন চালক (এসএলএম) আমিনুল ইসলাম জানান, শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওয়াস ফিডের বাইরে ট্রেন সান্টিং দিচ্ছিলাম। এসময় পাশের মেইন লাইনের জয়েন্ট স্লিপারের আগুন দেখতে পায়। পরে ইঞ্জিন থেকে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিআরপি থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন, রেলওয়ে রাজশাহী অঞ্চলের আইডাব্ল ভবেশ চন্দ্র ও নিরাপত্তা বাহীনির সদস্যরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী হতে বিভিন্ন রুটে ট্রেন চলাচলকারী মেইন লাইনে জয়েন্ট স্লিপারের প্রায় একাংশ পুড়ে গেছে। পানি দেয়া হলেও আগুনের ফুলকি বের হচ্ছে এবং ধুয়া উড়ছে।
স্লিপারটি অনেক পুরনো হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় রেল লাইনের ওপর। এঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোন সিডিউল বিপর্যয় ঘটেনি। জিআরপি থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন জানান, এটি নাশকতা নাকি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, রেল লাইনের ধারে একটি পাগলি ঘুরে বেড়ায়, তারও কাজ হতে পারে, এর আগেও রেল লাইনে আগুন ধরিয়ে ছিল সে। অন্যদিকে বিএনপি জামাতের চলমান অবরোধের নাশকতাও হতে পারে বলে মনে করছেন অনেকে।