নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৩৩৮ থানার ওসিদের একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহীর ৮টি থানা।
রাজশাহীর ৮ থানার মধ্যে মেট্রোপলিটন পুলিশের ৫টি ও জেলা পুলিশের ৩ থানার ওসিদের রদবদল করা হয়। এগুলো হলো- আরএমপি পুলিশের বোয়ালিয়া মডেল থানা, পবা, মহিতার, এয়ারপোর্ট ও কাশিয়াডাঙ্গা এবং জেলা পুলিশের বাগমারা, দুর্গাপুর ও বাঘা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলির তালিকা অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া মডেল থানার ওসি সোহওয়ার্দী হোসেনকে পবা থানায় বদলি করা হয়েছে। বোয়ালিয়া থানার নিয়ে যাওয়া হয়েছে নওগাঁর সাপাহার থানার ওসি হুমায়ুন কবীরকে।
অপরদিকে, পবা থানার ওসি মোবারক পারভেজকে মতিহার থানায়, এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেনকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গার ওসি মনিরুজ্জামানকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে। এছাড়াও মতিহার থানার ওসি রুহুল আমিনকে নওগাঁর মহাদেবপুর থানায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, জেলার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হককে পাবনার ভাঙ্গুড়া থানায় পাঠানো হয়েছে। আর পাবনার ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকারকে বাগমারার পদায়ন করা হয়েছে। এছাড়াও বাগমারা থানার ওসি আমিনুল ইসলামকে বাঘা থানায় এবং বাঘা থানার ওসি খায়রুল হককে দুর্গাপুর থানার ওসি করা হয়েছে।