November 27, 2024, 11:25 pm

সামিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন

সামিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড শিয়ালয় গ্রামের মাছের আড়তের দিনমজুর মো: সানোয়ার হোসেন এর চার বছর নয় মাসের মেয়ে সামিয়া। গত তিন বছর আগে শিশুটি গুরুতর বুকের ব্যাথায় অসুস্থ হয়, তখন তার বয়স দুই বছর।

স্থানীয় চিকিৎসকদের পরামর্শে সামিয়াকে প্রথমে রাজশাহী এ্যাপলো হাসপাতালে ডঃ সামিউল এর কাছে গেলে রুগির রিপোর্ট দেখে ঢাকা সোহরাওয়ার্দী হৃদরোগ ইন্সটিটিউট এ রেফার্ড করেন। সেই সময় বাচ্চাটির বয়স কম হওয়ায় ডাক্তার ঔষধ খাওয়ার পরমর্শ দেন। দীর্ঘদিন ঔষধ খাওয়ার পরও হঠাৎ ব্যাথা বেড়ে যাওয়ায় এ্যাপলো হাসপাতালে নেয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়ে। তাকে সম্পূর্ণরূপে সুস্থ করতে হলে অপারেশন করতে হবে বলে জানায়। এ অপারেশন ও ঔষধ বাবদ প্রাই সাড়ে চারলক্ষাধিক টাকার প্রয়োজন হবে বলে ডাক্তাররা জানান।দিনমজুর বাবা সানোয়ারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব।

সামিয়ার বাবা বলেন’ দুই বছর বয়স থেকে এ সমস্যা ধরা পড়ে, চিকিৎসা করতে করতে ঘর বানানোর জন্য কিছু জমানো টাকা ছিলো তাও শেষ, টিনের খুপরি করে বাস করছি, বেচার মতোও আমার কিছু নেই, এখন দিন এনে দিন খাই এর উপর আদরে ধন নিস্পাপ মেয়েটার চিকিৎসা ভার বড়োই কঠিন। তাই দিনমজুর সানোয়ার তার মেয়ের চিকিৎসার জন্য দেশের মানুষের কাছে কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মোছাঃ আন্জুয়ারা বিবি,(সামিয়ার মা) হিসাব নং-১১১২২৭৩৫, উত্তরা ব্যাংক, কেশরহাট শাখা,মোহনপুর রাজশাহী। বিকাশ ও নগদ (পরসোনাল)নম্বর- ০১৭৭০৩০১৩১৩ (সামিয়ার বাবা সানুয়ার)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.