November 29, 2024, 10:48 am

News Headline :
ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় রাজশাহীতে এক কিশোর গ্রেফতার হাসনাত আব্দুল্লাহ ও সারজিস এর প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা পুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল কিশোরগঞ্জে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার রাজশাহীসহ ৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী নিহত চট্টগ্রামে চিন্ময় সমর্থক-পুলিশ সংঘর্ষ
নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিবে: আসাদ

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিবে: আসাদ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ।

শুক্রবার সকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকালে লক্ষীপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে তিনি শ্রদ্ধা জানান।
আসাদ বলেন, বিজয় অর্জনের জন্য যাদের ত্যাগ শ্রম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাধীন জাতি স্বাধীন দেশ। নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিবে এটাই প্রত্যাশা।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ করে দেশটি অর্জন করেছে তাদের ইতিহাস, যারা জীবিত আছে তাদের কাছ থেকে সেই গল্প শোনা, সব মিলিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশটিকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছে আগামী প্রজন্ম এটিকে ধারণ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে এটাই আমাদের বিজয় দিবসের প্রত্যাশা।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল শিবলী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মেরাজ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ ইয়ামিন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিক, চুন্না মোরশেদ, রাকিবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.