কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গারা হলেন- ক্যাম্প-১৫ সি/১ ব্লকের আব্দুর রহিমের ছেলে হেড মাঝি (নেতা) আবু তালেব (৪০) এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে ৮ থেকে ১০ দুর্বৃত্ত রোহিঙ্গা ক্যাম্পের ১৫ এর সি ৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফিট ওপরের দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের (শেড নং-১০১০) সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মো. কামরান হোসেন আরো জানান, ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।