January 16, 2026, 3:01 pm

News Headline :
তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি’র শীত বস্ত্র বিতরন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা: তালবাহানার উত্তর রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কাগজে সরকারি টাকা চুরি! শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবায় দলিল লেখক সমিতির দোয়া মাহফিল হাতীবান্ধায় ওসি’র সাথে আ’লীগ নেতার গোপন বৈঠক,তদন্ত কমিটি গঠন
নির্মাণ শ্রমিক কলোনি স্থাপনসহ ১২ দফা দাবি ইনসাবের

নির্মাণ শ্রমিক কলোনি স্থাপনসহ ১২ দফা দাবি ইনসাবের

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের মতো রাজশাহীতেও ১২ দফা দাবিতে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী জেলা শাখার আয়োজনে মহানগরীর গনকপাড়া মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন- ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইনসাবের রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙালি ও ইনসাবের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী প্রমুখ। এছাড়া শ্রমিকরাও সেখানে উপস্থিত ছিলেন।সমাবেশ থেকে বক্তারা তাদের ১২দফা দাবি পেশ করেন। এর মধ্যে রাজধানী ঢাকাসহ শহরের সব থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারা দেশে জেলা ও উপজেলায় নির্মাণ শ্রমিক কলোনি স্থাপন, সুলভ মূল্যে লিজ প্রদান, কলোনীতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনি নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিত করণ, ন্যূনতম মজুরি সন্তোষজনকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা করাসহ মোট ১২ দফা দাবি তুলে ধরেন বক্তারা।বক্তারা আরও বলেন, ভবন নির্মাণ করতে গিয়ে শ্রমিকরা মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট মালিকদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। সেই সঙ্গে সরকারিভাবে কার্ডের মাধ্যমে নিয়মিত চাল, আটা, তেল ও চিনিসহ নিত্যপণ্য দেওয়ার দাবি জানান তারা। এছাড়া সরকার ঘোষিত শ্রমিকদের মজুরি বাস্তবায়ন ও শ্রমিকদের শ্রমের মূল্য বাড়ানো ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি দাবি করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.