November 28, 2024, 7:49 pm

পুঠিয়ায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

পুঠিয়ায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পোণে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকার তার বাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। প্রতিবেশি রিদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.