নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ডিবি পুলিশ ৪৫ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন কালু (৪৬) কে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গত ৩০ জানুয়ারি রাজশাহী জেলার চারঘাট থানা মুংলী গ্রাম হতে রাত ৮ টার দিকে ৪৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: আনোয়ার হোসেন কালু (৪৬)। মো: আনোয়ার হোসেন কালু রাজশাহী জেলার চারঘাট থানার মুংলী গ্রামের মো: আশরাফ আলীর ছেলে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রফিকুল আলম।
জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ জানুয়ারি রাত ৮ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানার ফরিদপুর বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানার মুংলী গ্রামস্থ জনৈক জলিল কোম্পানীর পুকুরের পূর্ব পাড়ের ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার রাজশাহীর নির্দেশে পুলিশ পরিদর্শক মুহা: রুহুল আমিনের নেতৃত্বে এসআই মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত মো: আনোয়ার হোসেন কালুকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচা হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ৪৫ গ্রাম হিরোইনসহ হাতে নাতে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য,অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত মো: আকরাম হোসেন (৫০), পিতা-মৃত: জফির উদ্দিন, সাং-মিলকি লক্ষিপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত মো: আনোয়ার হোসেন কালুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।