November 14, 2025, 9:25 am

News Headline :
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা বহিষ্কৃত ডিবি হাসান ও তার টিমের শাস্তি চান সাংবাদিক পরিবার শিক্ষা বোর্ড তোলপাড় করা ভুয়া সনদধারী শাহিনের দলিল লেখার সনদ বাতিল রাজশাহীতে গৃহবধূর বাড়ি থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার রাজশাহী ওয়াসা কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন নগরীর চন্দ্রিমা থানা এলাকায় আইন অমান্য করে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১, সড়ক অবরোধ, বাসে আগুন সংবাদ প্রকাশের জেরে প্রতারক চক্রের ফাঁদে সাংবাদিক রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু সম্পূর্ণ প্রস্তুত ইসি,ফেব্রুয়ারিতে নির্বাচন
রাজধানীতে থানা হেফাজতে যুবকের মৃত্যু, ২ পুলিশ বরখাস্ত

রাজধানীতে থানা হেফাজতে যুবকের মৃত্যু, ২ পুলিশ বরখাস্ত

 

রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় শনিবার (২০ আগস্ট) বিকেলে বিক্ষুব্ধ স্বজনরা হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন। তবে পরিবার বলছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, একটি কোম্পানির ৫৩ লাখ টাকার চুরির ঘটনায় অভিযুক্ত ছিলেন সুমন। এ অভিযোগে ৪ জনকে আটক করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) সুমনের বাসায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুমন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সুমনের স্ত্রী জান্নাত আরা জানান, রামপুরা টিভি সেন্টারের পাশে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন সুমন। সেখানে চুরির অভিযোগে তাকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রাতে পুলিশ তাকে থানায় আনার সময় মারধর করেছে। এরপর থানা হাজতে নির্যাতনের সময় সুমনের মৃত্যু হয়।

নিহত সমনের বাড়ি নবাবগঞ্জ থানার দক্ষিণকান্দি।

জান্নাত বলেন, আমার স্বামীকে ওরা থানার ভেতর মেরে ফেলছে। অফিসে ওরে মারছে। রাতে পুলিশ গিয়ে নিয়ে আসছে। পুলিশও মারতে মারতে আনছে। রাতে আমি থানায় দেখতে আসছিলাম, আমারে অকথ্য ভাষায় গালাগালি করে বের করে দিছে।

পুলিশ হেফাজতে সুমনের মৃত্যু নিয়ে হাতিরঝিল থানার সামনে জান্নাতসহ স্বজনরা বিক্ষোভ করেন। এর ফলে বিকেল ৫টা থেকে হাতিরঝিল থানার সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.