প্রেস বিজ্ঞপ্তি
সদ্যভুমিষ্ঠ্য প্রতিটি শিশুকে গাছ উপহার দেবার দৃঢ় প্রত্যয় গ্রহন করেছে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন আর তারই ধারাবাহিকতায় প্রকল্প একটি শিশু একটি গাছ-শিশুর জন্য সবুজ পৃথিবী “ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ বছরে পদার্পণ করতে চলেছে । পারিবারিক উন্নয়ন এবং পরিবেশের ভারসম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বৃক্ষরোপণ কর্মসূচী। গাছ রোপণের মাধ্যমে প্রতিটি শিশুর তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবার ব্যবস্থা এবং সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের নিউট্রিশন নিশ্চিত করারও উদ্যোগ গ্রহণ করে “অবলম্বন” প্রকল্প শুরু করেছে এই সংস্থাটি।
আর এই কার্যক্রমকে প্রসারিত করতে ইউনিয়ন ভিত্তিক ভলান্টিয়ার ইউনিট এবং মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও রোভারদের মাধ্যমে গঠন করা হয়েছে ত্যাগী ভলান্টিয়ার ইউনিট। রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে এবং ২৫০০০ এর অধিক শিশুকে গাছ উপহার দেওয়া হয়েছে।
রাজশাহী শিল্পকলা একাডেমীতে চতুর্থ দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওআমীলীগ প্রধান অতিথির বক্তব্যে দেশ-বিদেশে বর্তমান পরিবেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান সরকারের নানামূখী কর্মসূচী নিয়ে বিস্তর আলোচনা করেন পাশাপাশি এই ধরনের উদ্যোগ সফল করার জন্য সর্বাত্নক সহযোগীতা আশ্বাস দেন।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বক্তা ডঃ রুবাইয়াত শারমিন সুলতানা, প্রফেসর-উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এসময় বর্তমান জলবায়ু এবং বৈশ্বিক চিত্র, সংকট, সম্ভাবনা ও করনীয় তুলে ধরেন। পরে একটি শিশু একটি গাছ প্রকল্পের পরিচালক মোঃ আসাদুজ্জামান রাজু বলেন, বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় সরকারীভাবে এবং ব্যক্তিগত ভাবে সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার বিষয়ে পরামর্শ দেন।
এ সময় বাংলাদেশ সরকারের বাঘা থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন বিশেষ অতিথির তার বক্তব্যে সকল তরুণ এবং সচেতন সমাজকে সাথে রেখে এই ধরণের উল্লেখযোগ্য কাজকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু শাহীন, উপদেষ্টা-গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইমরান আলী, সহ-সভাপতি, গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এছাড়াও মাসুদ রানা, সাধারণ সম্পাদক, মোঃ জিহানুর রহমান, অর্থ সম্পাদক, গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন আরও উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান সাগর, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী জেলা শাখা ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধি ও ভলান্টিয়ার বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাজশাহী জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর কে সম্মাণনা প্রদান করা হয়।