টাইগার দলের হেড কোচ পদ থেকে রাসেল ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে কয়েক ঘন্টা ধোঁয়াশার পর বিসিবি নিশ্চিত করল যে তিনি পদত্যাগ করেননি। বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার খবরে বলা হয়েছে যে ডমিঙ্গো আর বিসিবির সাথে নেই। পত্রিকাটি দাবি করেছে, দক্ষিণ আফ্রিকার নিজের বাড়িতে ছুটি কাটাতে থাকা ডমিঙ্গো তাদের এটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ডমিঙ্গোর কাছ থেকে তারা কোনো পদত্যাগপত্র পাননি এবং তারা বিশ্বাস করেন না যে তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে নিজাম উদ্দিন জানান, ‘আমরা ধারণা করছি পত্রিকা ও ডমিঙ্গোর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সম্প্রতি বাংলাদেশে একটি সাংবাদিক সম্মেলনে ডমিঙ্গোর উপস্থিতিতে বিসিবি সভাপতি বলেছিলেন যে ডমিঙ্গো এখনো আমাদের হেড কোচ এবং তিনি আমাদের সাথে কাজ করবেন।’
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দলকে প্রধান কোচ ছাড়াই পাঠানোর নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। দলে ডমিঙ্গো থাকতেই টি-২০ দলের কারিগরি পরামর্শক হিসেবে শ্রীধরনকে যুক্ত করা হয়েছে।
বিসিবি নিশ্চিত করেছে, ভারতীয় খেলোয়ার শ্রীধরন এ বছরের শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। বিসিবি এও নিশ্চিত করেছে যে ডমিঙ্গো বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব পালন করবেন।
নিজাম উদ্দিন বলেন, ‘গণমাধ্যমে আসা খবরটি সম্পূর্ণভাবে সঠিক নয়।’ ‘ডমিঙ্গোর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে যা আমাদের জন্য বিব্রতকর। তিনি আশা করছেন সে দ্রুতই দায়িত্বে ফিরবেন এবং শিগগিরই বাংলাদেশ দলের গ্রুপ-‘এ’ এর সাথে আরব আমিরাত সফর করবেন।’
এদিকে এশিয়া কাপ চলাকালে বাংলাদেশ দলের সকল শট দেখাশুনা করবেন শ্রীধরন। এশিয়া কাপের এই আসরে বাংলাদেশ দল অন্যান্য কোচিং সাথে থাকবেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও পরিচালক জালাল ইউনুস।সূত্র : ইউএনবি