নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসময় পারিলা ইউনিয়নের তরফ পারিলা গ্রামের স্বপ্নজয়ী মা হাসিনা বেগমকে মা দিবসে সংবর্ধনা উপহার ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় ৬টি জটিল রোগে আক্রান্ত ১৬জন রোগীর মাঝে প্রতিজনকে চিকিৎসাবাবদ ৫০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
রবিবার (১২ মে) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল।
উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা মসজিদের পেশ ইমাম গোলাম মাওলা, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রাং, নারী নেত্রী ও জয়িতা রহিমা বেগম, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন, সাংবাদিক সহ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।