নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর রানীনগরে সিটি হাসপাতালের পাশে একটি জমি দখল নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইঙ্গিতে জমির দলিল জাল করে জমি দখল করে রাখেন একপক্ষ। বিজ্ঞ আদালতে মামলা থাকা কালীন সেখানে ভবন তুলতে গেলে জমির আসল মালিক বাধা দিতে যাওয়ায় দুই গ্রুপের ধাক্কাধাক্কি একপর্যায়ে ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জমির মালিক জানতে পারে তার দখল হয়ে যাওয়া জমিতে আবারও বাড়ি তৈরির কাজ শুরু করা হচ্ছে। তখন জমির প্রকৃত মালিক তার কয়েকজন এলাকাবাসী ও আত্মীয় নিয়ে তার জমিতে যেয়ে কাজ করতে বাধা দেই। বলা হয় জমি নিয়ে মামলা চলছে আপনারা এখন এই জায়গায় কিভাবে কাজ শুরু করেন। এক পর্যায়ে দুই পক্ষের কথা কাটাকাটি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
মামলা সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর পল্টু এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল যোগসাজগে দলিল জাল করে ভুমি অফিসে ঘুষ দিয়ে খারিজ করে জমি দখল নেই রুপম নামের এক ব্যক্তি। এ ব্যাপারে কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে মামলা হয় এবং কাউন্সিলর জেলও খেটেছেন।
এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা কালীন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর এর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় সাবেক কাউন্সিলর পল্টু পলাতক রয়েছেন।
এ বিষয়ে জমির মালিক দাবীকারী লিটন জানান,আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কাউন্সিলর এর সহযোগীতায় নকল দলিল করে রুপম নামের একজন আমার জায়গা দখল করে। এই জমি নিয়ে মামলা চলছে আমি আইনের মাধ্যমে আমার জমি ফেরত চাই।