May 18, 2025, 3:05 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
রাজশাহীতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা

রাজশাহীতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা

নিজস্ব প্রতিবেদক: আর কদিন পরই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও কারিগররা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। এরই মধ্যে প্রতিমা তৈরির ৭০ শতাংশ কাজ শেষ করেছেন রাজশাহী পাল পাড়ার কারিগরেরা। চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। কদিনের মধ্যেই দেবীকে পূর্ণাঙ্গ রূপ দিবেন তারা। তবে গত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরি কম হচ্ছে বলে জানান কারিগররা।

রাজশাহী মহানগরীর প্রতিমা প্রস্তুতকারক শ্রী অরুন কুমার পাল জানান, গত বছর যে পরিমাণে তারা প্রতিমা তৈরি করেছেন, এ বছর সেই পরিমাণ প্রতিমা তৈরি করতে পারছেন না। কারণ হিসেবে বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকেই পূজার আয়োজন করছেন না। অর্থনৈতিক সংকটের কারণে গেল বছরের তুলনায় এ বছর প্রতিমার দামও কম। কিন্তু প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়তি বাজারে। তাই বেশি লাভের মুখ দেখতে পাবেন না তারা।

আরেক প্রতিমা প্রস্তুতকারক গণেশ পাল জানান, তিনি প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরির ২৭ থেকে ২৮টি প্রতিমা তৈরি করে থাকেন। এ বছর তিনি ১৯ থেকে ২০টি প্রতিমা তৈরি করছেন। গ্রাহকরা স্বল্পমূল্যে প্রতিমা তৈরি করে দিতে বলছেন। তাই এ বছর খুব ভালো লাভের মুখ দেখা হবে না বলে জানান তিনি।

এদিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার সাহা জানান, তিনি শহরের ৫টি পয়েন্টে প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণভাবে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন কারিগররা। তবে গত বছরের তুলনায় এ বছর শহরে একটি পূজামণ্ডপ কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, এ বছরের পূজায় সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাবসহ সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবেন। তবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাজশাহী জেলায় এবার মোট ৪৯১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। যার মধ্যে রাজশাহী মহানগর ৭৮টি এবং জেলায় ৪১২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.