November 27, 2024, 8:53 am

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৯৪ নিহত

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৯৪ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ নিহত এবং ৫০ জন আহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, জিগাওয়া রাজ্যের একটি মহাসড়কে বুধবার ভোরে বিস্ফোরণটি ঘটে। এর আগমুহূর্তে কয়েক ডজন লোক জ্বালানি সংগ্রহ করতে গাড়িটির দিকে ছুটে গিয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে মুখপাত্র লওয়ান আদামু বলেন, ‘বাসিন্দারা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে যখন জ্বালানি সংগ্রহ করছিলেন তখন বিস্ফোরণটি ঘটে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়।’

গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য রাজ্য নাইজারে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিল।

নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে মারাত্মক ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা এসব ঘটনার জন্য বেপরোয়া ড্রাইভিং, রাস্তার খারাপ অবস্থা এবং দুর্বল রক্ষণাবেক্ষণের যানবাহনকে দায়ী করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.